CPIM-Congress Alliance In Bengal | Narendra Modi: মোদির বাম-কংগ্রেস জোটের দাবির তীব্র বিরোধিতা বিরোধী নেতাদের

2021-02-08 7

২১-র নির্বাচনের আগে হলদিয়ার সভা থেকে বাংলা দখলের রণনীতি সাজিয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধী রাজনৈতিক দলকে একাধারে বসিয়ে হলদিয়ার মঞ্চ থেকে জোরাল আক্রমণ মোদির। তৃণমূলের সঙ্গে বাম এবং কংগ্রেসের যোগসাজস রয়েছে! এমন মন্তব্যও করেছেন তিনি; যার পাল্টা দিলেন বিরোধী নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, \"বাংলায় লড়াই আমাদের তৃণমূলের সঙ্গে হলেও বাকিদের থেকে আমাকে সতর্ক থাকতে হবে। ম্যাচ ফিক্সিংয়ের মত বাম-কংগ্রেস-তৃণমূল কংগ্রেস মিলে হাতে হাত মিলিয়েছে। বাংলায় বাম এবং তৃণমূল হাতে হাত মিলিয়েছে। তাই বাম কিংবা কংগ্রেসকে ভোট দেওয়া মানেই আদতে তৃণমূলকে ভোট দেওয়া।\" কৃষক আন্দোলন, কেন্দ্রের প্রকল্প-সহ যেকোনও ইস্যুতে বাম, কংগ্রেস, তৃণমূলের বিরোধিতা প্রায় একই ধরণের। কখনও বাম আবার কখনও  কংগ্রেস, কেরলের ধাঁচে বাংলায় লুঠের রাজনীতি বলছে বলে অভিযোগ মোদির।
Excerpt: বিজেপি এবং তৃণমূলের উপরই উল্টে দোষ চাপালেন কংগ্রেসের প্রবীণ নেতা আব্দুল মান্নান। নরেন্দ্র মোদির এই মন্তব্যকে একহাত নিয়ে উল্টে বিজেপির উপরই \'ম্যাচ ফিক্সিং\'-র অভিযোগ তুললেন সৌগত রায়।